জাতীয়

দেশ ছেড়ে পালিয়েছে,তারা বিদেশে গিয়ে এখন মানবাধিকারের বিরাট প্রবক্তা হয়ে গেছে-প্রধানমন্ত্রী,শেখ হাসিনা

  প্রতিনিধি ২১ জুন ২০২৩ , ৩:০৩:০৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,দেশ ছেড়ে পালিয়েছে,তারা বিদেশে গিয়ে এখন মানবাধিকারের বিরাট প্রবক্তা হয়ে গেছে।কেউ কেউ দুর্নীতির প্রবক্তাও হয়ে গেছে।’

বুধবার (২১ জুন) দুপুরে গণভবনে সুইজারল্যান্ড ও কাতার সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংখ্যালঘু নির্যাতন ও তাদের সংখ্যা কমে যাওয়া সংক্রান্ত প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন,আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে।যার যার ধর্ম সেই সেই পালন করবে,সেই নীতিতে বিশ্বাস করে।২০০১ সালের পরে সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার,বীভৎস ঘটনা,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান,এমনকি মুসলমানরাও রেহাই পায়নি।একটা পাড়া পর্যন্ত তারা (বিএনপি) জ্বালিয়ে দিয়েছে,মানুষ হত্যা করেছে।মন্দির ভেঙেছে,মসজিদ ভেঙেছে।বিএনপি-জামায়াত এ ধরনের ধ্বংসাত্মক কাজ করেছে।হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছে।’

সরকারপ্রধান বলেন,এখানকার (বাংলাদেশ) বিভিন্ন ধর্মীয় প্রধানরা বিবৃতি দিয়েছেন,চিঠিও দিয়ে বলছেন-তারা ভালো আছেন।আমাদের কাউকে বলতে হয়নি।তারা নিজেরাই বলেছেন যে,চিঠিটি ভুয়া ও মিথ্যা।সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই চলছে।’

দেশের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন,ডিজিটাল বাংলাদেশ আমরাই করে দিয়েছি।ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নানা ধরনের অপপ্রচার করছে।হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা যেভাবে প্রতিবাদ করছেন,বলছেন যে,এটা সম্পূর্ণ ভুল তথ্য।সবাইকে সোচ্চার হতে হবে।নির্বাচন যত কাছে আসবে,এ ধরনের অপপ্রচার তারা চালাবে।আমি দেশবাসীকে বলবো- এ রকম অপপ্রচারে কান দেবেন না,বিব্রতও হবেন না।’

আরও খবর

Sponsered content