জাতীয়

দেশজুড়ে তীব্র বিতর্ক,প্রশ্নের মুখে সামরিক ও বেসামরিক বিচারব্যবস্থার সীমারেখা

  প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৬ , ২:৪৯:১২ প্রিন্ট সংস্করণ

সামরিক বাহিনীর সদস্যদের সিভিল কোর্টের নির্দেশে সরাসরি গ্রেফতার ও বিচার

নিজস্ব প্রতিবেদক।।সামরিক বাহিনীর কর্মকর্তাদের সিভিল কোর্টের নির্দেশে সরাসরি গ্রেফতার ও বিচারকে কেন্দ্র করে দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি বিতর্ক সৃষ্টি হয়েছে। এ নিয়ে সংবিধান,সামরিক আইন,বিচার বিভাগের এখতিয়ার এবং আইনের শাসন—সবকিছুই আলোচনার কেন্দ্রে চলে এসেছে।

বিশেষজ্ঞদের মতে,ফৌজদারি অপরাধের ক্ষেত্রে সামরিক কর্মকর্তাদের বেসামরিক আদালতে বিচার সম্ভব হলেও,তা কী প্রক্রিয়ায় ও কোন আইনি কাঠামোর আওতায় হবে—সেই প্রশ্নেই মূলত বিতর্ক ঘনীভূত হয়েছে।একদিকে বলা হচ্ছে,আইনের চোখে সবাই সমান; অন্যদিকে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, এতে সামরিক শৃঙ্খলা ও প্রতিষ্ঠানগত ভারসাম্য ক্ষতিগ্রস্ত হতে পারে।

রাজনৈতিক অঙ্গনে এ ইস্যু ঘিরে পাল্টাপাল্টি বক্তব্য চললেও, সরকার ও সামরিক বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা আসেনি।বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দিকনির্দেশনা ও সরকারের স্পষ্ট অবস্থান জরুরি বলে মনে করছেন আইনবিদরা।

এই বিতর্কের পরিণতি কী হয়,তা দেশের বিচারব্যবস্থা ও বেসামরিক–সামরিক সম্পর্কের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও খবর

Sponsered content