প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৬ , ৪:৩১:৫২ প্রিন্ট সংস্করণ
বরিশাল ব্যুরো।।দুর্নীতির অভিযোগে বরিশাল বিআরটিএ’র সাবেক সহকারী পরিচালক এমডি শাহ-আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার (২৬ জানুয়ারি) মহানগর দায়রা জজ আদালত তাঁর স্থায়ী জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

দুদকের করা মামলার অভিযোগে বলা হয়েছে,দায়িত্ব পালনকালে এমডি শাহ-আলম বরিশাল,ঝালকাঠি ও পিরোজপুর বিআরটিএ অফিসে বিপুল সংখ্যক বাস ও ট্রাকের ভুয়া রেজিস্ট্রেশন প্রদান করেন।বরিশাল বিআরটিএ অফিসে দায়িত্বে থাকাকালে তিনি ৩৪৪টি,ঝালকাঠি অফিসে ৯৩৩টি এবং পিরোজপুর অফিসে ১ হাজার ৮১টি যানবাহনের অবৈধ রেজিস্ট্রেশন অনুমোদন দেন।
দুদকের তদন্তে আরও উঠে আসে,গত আট বছরে বরিশাল, ঝালকাঠি,পিরোজপুর ও চট্টগ্রামের বিভিন্ন বিআরটিএ অফিসে কর্মরত অবস্থায় এমডি শাহ-আলম প্রায় ৫০ কোটি টাকা আত্মসাতের সঙ্গে জড়িত ছিলেন।তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত বরিশাল বিআরটিএ এবং ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত চট্টগ্রাম বিআরটিএ অফিসে দায়িত্ব পালন করেন।
অভিযোগে বলা হয়,২০২২ সালে বরিশাল বিআরটিএতে যোগদানের পর ওই বছরের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত তিনি অন্তত ২৫৫টি অবৈধ যানবাহনের রেজিস্ট্রেশন প্রদান করেন। বিষয়টি প্রকাশ্যে এলে তাঁর অনিয়মের তদন্তে ২৯ নভেম্বর ২০২২ তারিখে বিআরটিএর উপ-পরিচালক (প্রশাসন) ঢাকা বরাবর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
তবে তদন্ত চলমান থাকলেও এমডি শাহ-আলম ২০২২ সালের নভেম্বর ও ডিসেম্বরে আরও ৮৯টি অবৈধ যানবাহনের রেজিস্ট্রেশন দেন বলে অভিযোগ রয়েছে।এসব রেজিস্ট্রেশনে গাড়ির মালিকদের ঠিকানা দেখানো হয় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায়,যেখানে তারা স্থানীয় বাসিন্দা ও ভোটার—যা বিআরটিএর আইন ও দাপ্তরিক আদেশের স্পষ্ট লঙ্ঘন।
উল্লেখ্য,অবৈধ যানবাহন রেজিস্ট্রেশন প্রদানের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় এতদিন এমডি শাহ-আলম উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।সোমবার স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

















