প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৬ , ৯:৩৮:৪২ প্রিন্ট সংস্করণ
মাজহারুল ইসলাম।।বাংলাদেশের ইতিহাস এক নির্মম সত্য সাক্ষ্য দেয়—এ দেশের গণতন্ত্র ভেঙেছে বারবার,কিন্তু সবচেয়ে দীর্ঘ ক্ষতটি এসেছে দুই নেত্রীর অহংকার থেকে।

শেখ হাসিনা ও খালেদা জিয়া—দুজনেই ইতিহাসের সন্তান, আবার ইতিহাসের কারিগরও।কিন্তু তারা কেউই ইতিহাসের ঊর্ধ্বে উঠতে পারেননি।
রাজনীতি যখন প্রতিশোধ হয়
এই দেশে ক্ষমতা মানে শাসন নয়,ক্ষমতা মানে প্রতিপক্ষ দমন।ক্ষমতায় গেলে এক পক্ষ মামলা দেয়,ক্ষমতা হারালে আরেক পক্ষ।
ফলাফল—
রাষ্ট্র চলে,কিন্তু গণতন্ত্র হাঁটে না।
নৈতিকতার দেউলিয়াত্ব
একজন রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু বানালে সমস্যা নেই,
কিন্তু তাকে রাষ্ট্রের শত্রু বানালে গণতন্ত্র বাঁচে না।এই ভুল দুজনেই করেছেন।কেউই ব্যতিক্রম নন।
জনগণ কোথায়?
সবচেয়ে করুণ সত্য—
এই দীর্ঘ দ্বন্দ্বে জনগণ কখনো পক্ষ ছিল না,ছিল কেবল ভুক্তভোগী।
ভোটের অধিকার,মত প্রকাশ,নিরাপত্তা—সবই ছিল দরকষাকষির বাইরে।
ইতিহাস ক্ষমা করে না
খালেদা জিয়া নেই।
শেখ হাসিনা আছেন ইতিহাসের কঠিন বিচারের সামনে।
কিন্তু ইতিহাস একদিন প্রশ্ন করবেই—
👉 আপনারা কি দেশটাকে ভালোবাসতেন,নাকি শুধু ক্ষমতাকে?
বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে একটি সিদ্ধান্তের উপর—
এই রাজনীতি আমরা উত্তরাধিকার হিসেবে রাখব,নাকি প্রত্যাখ্যান করব?
















