জাতীয়

দুই উপদেষ্টার দায়িত্ব বন্টন

  প্রতিনিধি ৬ মার্চ ২০২৫ , ১:১১:০৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ও অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের মাঝে দপ্তর বন্টন করা হয়েছে।মন্ত্রিপরিষদ বুধবার (৫ মার্চ) এ নিয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে,ওয়াহিদউদ্দিন মাহমুদকে বিদ্যমান পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় থেকে দায়িত্ব বদলে শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে এবং অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে।

এদিন সকালে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন চৌধুরী রফিকুল আবরার।শিক্ষা মন্ত্রণালয়েরর দায়িত্ব পাওয়া এই উপদেষ্টা সি আর আবরার নামে পরিচিত। তিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের সাবেক অধ্যাপক।

জানা যায়,শপথ নিয়েই বেলা ১২টার দিকে নিজ দপ্তরে যান নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।এরপর গণমাধ্যমের সঙ্গে সাম্প্রতিক নানা ইস্যুতে মতবিনিময়ও করেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

আরও খবর

Sponsered content