সারাদেশ

দাউদকান্দির কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে অর্থ লেনদেন ও পক্ষপাতদুষ্ট সংবাদ প্রচারের অভিযোগ

  প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৬ , ১:১২:৩৪ প্রিন্ট সংস্করণ

দাউদকান্দির কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে অর্থ লেনদেন ও পক্ষপাতদুষ্ট সংবাদ প্রচারের অভিযোগ

ডেস্ক রিপোর্ট।।কুমিল্লার দাউদকান্দিতে কর্মরত কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে অর্থের বিনিময়ে পক্ষপাতদুষ্ট ও ভুয়া সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে।ভুক্তভোগী ব্যক্তি তার অভিযোগে দাবি করেন,নুরপুর হক কমিশনারের মেয়ে সুমনার সঙ্গে তার বিরোধকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সাংবাদিকরা পরিস্থিতি শান্ত করার পরিবর্তে উভয় পক্ষের কাছ থেকেই অর্থ গ্রহণ করে বিরোধ আরও উসকে দেন।

অভিযোগে বলা হয়,প্রথমে ওই সাংবাদিকরা তাকে দিয়ে একটি সাংবাদিক সম্মেলন করান এবং তার কাছ থেকে অর্থ নেন।পরবর্তীতে একই সাংবাদিকরা নুরপুর হক কমিশনারের মেয়ে সুমনাকে দিয়ে আরেকটি সাংবাদিক সম্মেলন করিয়ে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করেন এবং সেখান থেকেও অর্থ গ্রহণ করেন।

ভুক্তভোগীর দাবি,পরবর্তীতে তিনি দাউদকান্দির কয়েকজন সাংবাদিকের এ ধরনের কার্যকলাপের বিষয়ে কিছু প্রমাণ পান। এসব কারণে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দাউদকান্দির কিছু সাংবাদিকের বিরুদ্ধে স্বার্থপরতা,লোভ ও পেশাগত অসততার অভিযোগ তুলে পোস্ট দেন।

অভিযোগে আরও বলা হয়,সংশ্লিষ্ট সাংবাদিকরা বিভিন্ন সময় মাদক কারবারি ও প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে নিয়মিত অর্থ গ্রহণ করতেন এবং এর বিনিময়ে অপরাধমূলক কর্মকাণ্ডের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতেন।তিনি দাবি করেন,আওয়ামী লীগ সরকারের সময়েও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির কর্মকাণ্ড আড়াল করতে এসব সাংবাদিক ভূমিকা রেখেছেন।

এদিকে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাংবাদিকদের পক্ষ থেকে এখনো কোনো লিখিত বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করা যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সম্প্রতি সাংবাদিক সালমা আক্তার তার ফেসবুক লাইভ ও স্ট্যাটাসে বিষয়টি নিয়ে বক্তব্য দিলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

আরও খবর

Sponsered content