প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৬ , ৫:০০:৫৮ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:রাজনৈতিক দল নিষিদ্ধের প্রবণতাকে গণতন্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।তিনি মনে করেন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার নজির তৈরি হলে ভবিষ্যতে অন্যান্য দলও একই ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে,যা দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠবে।

সাম্প্রতিক এক বক্তব্যে তারেক রহমান বলেন,তিনি কোনো রাজনৈতিক দলকে ঢালাওভাবে নিষিদ্ধ করার পক্ষে নন।তার মতে,রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমস্যার সমাধান নয়; বরং এতে রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চা দুর্বল হয়।
তিনি আরও বলেন,আজ যদি একটি দলকে নিষিদ্ধ করা হয়,তাহলে আগামী দিনে অন্য কোনো দলও একই পরিণতির শিকার হতে পারে।এতে করে রাজনৈতিক অস্থিরতা বাড়বে এবং জনগণের মত প্রকাশের অধিকার সংকুচিত হবে।
তারেক রহমান জোর দিয়ে বলেন,অপরাধের দায় দল নয়, ব্যক্তির।কোনো ব্যক্তি যদি অপরাধ করে থাকে,তাহলে তার বিচার নিশ্চিত করতে হবে।কিন্তু অপরাধীর দায় দলীয় পরিচয়ের আড়ালে চাপিয়ে পুরো দলকে নিষিদ্ধ করা ন্যায়সংগত নয় বলেও তিনি মন্তব্য করেন।
শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আলোচনা ও জনদাবি সামনে এসেছে,তার প্রেক্ষাপটেই তারেক রহমান এই রাজনৈতিক ও আইনি অবস্থান স্পষ্ট করেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিশ্লেষকদের মতে,তার বক্তব্য মূলত ভবিষ্যৎ রাজনৈতিক পরিবেশে প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে একটি সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে।














