রাজনীতি

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ৫৯ নেতাকে বহিষ্কার করল বিএনপি

  প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৬ , ৩:৪৩:২৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ৫৯ জন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ বুধবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়,বহিষ্কৃত নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার কারণে তাদের বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন—
দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা বিএনপির উপদেষ্টা আ ন ম বজলুর রশিদ,
বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ জেড এম রেজয়ানুল হক,
সৈয়দপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরাফান সরকার রানা,
মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি,
বিএনপি নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু,
নাটোর জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন,
নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ,
পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ইসফা খাইরুল হক শিমুল,
লন্ডন জিয়া পরিষদের সহ-সভাপতি ব্যারিস্টার রেজাউল করিম,
বিএনপি নির্বাহী কমিটির সদস্য কে এম আনোয়ারুল ইসলাম
এবং পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।

বিজ্ঞপ্তিতে বলা হয়,দলের নীতি,আদর্শ ও শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে। বহিষ্কৃত নেতাদের সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বহিষ্কৃত নেতাদের নাম সংশ্লিষ্ট সাংগঠনিক নথিতে অন্তর্ভুক্ত রয়েছে।

আরও খবর

Sponsered content