জাতীয়

থার্টিফার্স্ট নাইট ঘিরে তারকা হোটেলে যতো আয়োজন: বার থাকবে বন্ধ,রাস্তায় কনসার্ট হবেনা-স্বরাষ্ট্রমন্ত্রী,

  প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২২ , ৯:০৮:৫৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।থার্টিফার্স্ট নাইট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,থার্টিফার্স্ট নাইটকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের অপব্যবহার রোধে আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা বার বন্ধ থাকবে।এছাড়া, রাস্তায় কোনো প্রকার কনসার্টের আয়োজন করতে দেওয়া হচ্ছে না।

দরজায় কড়া নাড়ছে থার্টিফার্স্ট নাইট। ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন অনেকে। ৩১ ডিসেম্বর চলতি বছরের শেষ সূর্যাস্তের পর রাজধানীসহ সারাদেশে ২০২৩ সালের আগমনের প্রথম প্রহর রাত ১২টার পর নতুন বছর বরণে শুরু হবে রাতভর আনন্দ আয়োজন।আতশবাজি,হই হুল্লোড় আর আলোর ঝলকানিতে ছেয়ে যাবে বিশ্বের অন্যান্য দেশের মতো রাজধানীর ঢাকার আকাশ।

করোনা মহামারীর কারণে গত বছরগুলোতে থার্টিফার্স্ট নাইটের এমন আয়োজন অনেকটা প্রাণহীন হলেও এবার তাতে প্রাণ ফিরবে এমন প্রত্যাশা করছেন তারকা হোটেলের সংশ্লিষ্টরা।

আরও খবর

Sponsered content