সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন:বরিশালের ৬টি আসনে ৪১ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

  প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৬ , ২:১৪:০৩ প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন:বরিশালের ৬টি আসনে ৪১ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

বরিশাল প্রতিনিধি।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বরিশাল জেলার ছয়টি আসনে মোট ৪১ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ খায়রুল আলম সুমন এই ঘোষণা করেছেন।

বৈধভাবে মনোনীত প্রার্থীরা হলেন:

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া): আব্দুস সোবহান (স্বতন্ত্র), ছেরনিয়াবাত সেকেন্দার আলী (জাতীয় পার্টি-জেপি), জহির উদ্দিন স্বপন (বিএনপি), মোঃ কামরুল ইসলাম খান (জামায়াতে ইসলামী), মোঃ রাসেল সরদার (ইসলামী আন্দোলন বাংলাদেশ)

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া): আব্দুল মন্নান (জামায়াতে ইসলাম), আঃ হক (জাতীয় পার্টি-জেপি), এম. এ. জলিল (জাতীয় পার্টি), মুন্সি মুজিবর রহমান (খেলাফত মজলিস), মোহাম্মদ নেছার উদ্দিন (ইসলামী আন্দোলন), মোঃ তারিকুল ইসলাম (বাসদ), রঞ্জিত কুমার বাড়ৈ (জিওপি), সরদার সরফুদ্দিন আহমেদ (বিএনপি), সাহেব আলী (এনপিপি)

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ): ইয়ামিন এইচ এম ফারদিন (জিওপি), গোলাম কিবরিয়া টিপু (জাতীয় পার্টি), জয়নুল আবেদীন (বিএনপি), ফকরুল আহসান (জাতীয় পার্টি), মুহাম্মদ সিরাজুল ইসলাম (ইসলামী আন্দোলন), মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া (এবি পার্টি), মোঃ আজমুল হাসান জিহাদ (বাসদ), মোঃ ইকবাল হোসেন (জাতীয় পার্টি)

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা): আবদুল জলিল (মুক্তিজোট), আবদুস ছালাম (জাসদ), মোহাম্মদ আব্দুল জব্বার (জামায়াতে ইসলাম), মোঃ রাজিব আহসান (বিএনপি), সৈয়দ এছহাক মোঃ আবুল খায়ের (ইসলামী আন্দোলন)

বরিশাল-৫ (বরিশাল সিটি কর্পোরেশন-বরিশাল সদর): আখতার রহমান (জাতীয় পার্টি), আব্দুল হান্নান সিকদার (এনপিপি), মণীষা চক্রবর্তী (বাসদ), মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করিম (ইসলামী আন্দোলন), মুয়াযযম হোসাইন হেলাল (জামায়াতে ইসলাম), মোঃ তারিকুল ইসলাম (এবি পার্টি), মোঃ মজিবর রহমান সরওয়ার (বিএনপি), মোঃ সাইদুর রহমান (মার্কসবাদী), আব্দুর রশিদ হাওলাদার (বাসদ)

বরিশাল-৬ (বাকেরগঞ্জ): আবদুল কুদ্দুস (মুসলিম লীগ), আবুল হোসেন খান (বিএনপি), মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করিম (ইসলামী আন্দোলন), মোঃ কামরুল ইসলাম খান (স্বতন্ত্র), মোঃ মাহমুদুন্নবী (জামায়াতে ইসলাম), মোঃ সালাউদ্দিন মিয়া (জিওপি)

জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে,মনোনয়ন বৈধ ঘোষণা প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি ত্বরান্বিত করা হচ্ছে।

আরও খবর

Sponsered content