অপরাধ-আইন-আদালত

তালাকের পর কাবিন আদায়ের অভিযোগে মিথ্যা মামলা: আদালতে খারিজ,বাদী কারাগারে

  প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৫ , ১২:০৯:০৪ প্রিন্ট সংস্করণ

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে তালাকের পর কাবিনের টাকা পুনরায় আদায়ের অভিযোগে দায়ের করা একটি মামলা আদালত মিথ্যা হিসেবে খারিজ করেছেন।একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরের দায়ে বাদীকে একদিনের জন্য জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়,শারমিন আক্তার শিলা (পিতা: শফিকুল ইসলাম/ইসলাম) তাঁর সাবেক স্বামী শহিদুল মিয়া (পিতা: সুলতান উদ্দিন),বাড়ি নাগরপুর,টাঙ্গাইল—এর বিরুদ্ধে কাবিনের অর্থ আদায়ের দাবিতে মামলা দায়ের করেন। মামলায় দাবি করা হয়,তালাকের পরও কাবিনের টাকা পরিশোধ করা হয়নি।

তবে শুনানিকালে আদালতে উপস্থাপিত নথিপত্র ও সাক্ষ্যপ্রমাণে দেখা যায়,তালাকের সময়ই শারমিন আক্তার শিলা তাঁর স্বামীর কাছ থেকে কাবিনের সম্পূর্ণ অর্থ—১৪ লাখ টাকা—গ্রহণ করেছিলেন এবং উভয় পক্ষের দেনা-পাওনা নিষ্পত্তি হয়েছিল।

আদালত আরও জানতে পারেন,তালাকের মাত্র তিনদিন পরই তিনি পুনরায় একই দাবিতে মামলা দায়ের করেন।বিষয়টি যাচাই-বাছাই শেষে আদালত নিশ্চিত হন যে,কাবিনের অর্থ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে এবং মামলার অভিযোগ ভিত্তিহীন।

এ প্রেক্ষিতে আদালত মামলাটি খারিজ করে দেন এবং মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদী শারমিন আক্তার শিলাকে একদিনের জন্য মানিকগঞ্জ জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আইনজীবীরা বলছেন,এ রায় মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরও খবর

Sponsered content