প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৬ , ৩:০২:২৯ প্রিন্ট সংস্করণ
ঢাকা প্রতিনিধি।।রোববার (১১ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় ঢাকায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সাক্ষাৎ করেন মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট (বরিশাল-০৪) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক,জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি রাজিব আহসান।

সাক্ষাতে দলীয় সাংগঠনিক পরিস্থিতি,আসন্ন রাজনৈতিক কর্মসূচি,নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতি এবং বরিশাল-০৪ আসনের সার্বিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।এ সময় তারেক রহমান রাজিব আহসানকে দলীয় ঐক্য সুসংহত করা,তৃণমূল সংগঠনকে আরও সক্রিয় করা এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার নির্দেশনা দেন।
রাজিব আহসান সাক্ষাৎ শেষে বলেন,দলের চেয়ারম্যানের দিকনির্দেশনা অনুযায়ী এলাকায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলনকে আরও বেগবান করা হবে।
দলীয় সূত্র জানায়,এই সাক্ষাৎকে কেন্দ্র করে বরিশাল অঞ্চলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

















