রাজনীতি

তারেক রহমানকে ঘিরে জনসমুদ্র: প্রত্যাশা,বিশ্বাস ও রাজনৈতিক পুনর্জাগরণের বার্তা

  প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৫ , ৩:১৩:৩২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমানকে একনজর দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেমে আসে লক্ষ লক্ষ মানুষের ঢল।এই জনসমাগম কেবল একজন রাজনৈতিক নেতাকে দেখার কৌতূহল নয়; বরং দীর্ঘদিনের অপেক্ষা,জমে থাকা ক্ষোভ,ভালোবাসা ও বিশ্বাসের এক সম্মিলিত বহিঃপ্রকাশ।

জনসমুদ্রের প্রতিটি মুখে ছিল আবেগের ছাপ,কণ্ঠে উচ্চারিত স্লোগানে ছিল প্রত্যাশার প্রতিধ্বনি,আর হৃদয়ের গভীরে ছিল ভবিষ্যৎ বাংলাদেশকে ঘিরে নতুন স্বপ্ন।এই দৃশ্য স্পষ্ট করে দেয়—তারেক রহমান আজ আর শুধু একটি রাজনৈতিক নাম নন, তিনি বহু মানুষের কাছে হয়ে উঠেছেন আশা,প্রত্যয় ও পরিবর্তনের প্রতীক।

শহীদ জিয়ার স্বাধীনতাপ্রেমী আদর্শ এবং বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের উত্তরাধিকার বহন করে তারেক রহমান নতুন প্রজন্মের কাছে সাহস,সংগ্রাম ও গণতান্ত্রিক পুনর্জাগরণের বার্তা পৌঁছে দিচ্ছেন।তাঁর চারপাশে গড়ে ওঠা এই স্বতঃস্ফূর্ত জনসমর্থন রাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে—মানুষ বিকল্প নেতৃত্ব খুঁজছে এবং সেই নেতৃত্বের মুখ হিসেবেই অনেকেই তারেক রহমানকে দেখছে।

এই অভূতপূর্ব জনসমাগম অনেক পর্যবেক্ষকের কাছে ইতিহাসের আরেক অধ্যায়ের স্মৃতি জাগায়।যেমন দীর্ঘ অবরুদ্ধ সময়ের পর দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলার প্রত্যাবর্তন জাতির ঐক্যের প্রতীক হয়ে উঠেছিল,তেমনি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেও তারেক রহমানকে ঘিরে জন্ম নিচ্ছে নতুন প্রত্যাশা—গণতন্ত্র পুনরুদ্ধার,ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা ও রাজনৈতিক ভারসাম্য ফেরানোর আকাঙ্ক্ষা।

জনতার এই ঢল যেন নীরবে একটি বার্তা ঘোষণা করছে—মানুষ এখন পরিবর্তন চায়,কার্যকর নেতৃত্ব চায়।আর সেই প্রত্যাশার প্রতিচ্ছবি হিসেবেই ক্রমশ উচ্চারিত হচ্ছে তারেক রহমানের নাম।এই জনসমর্থন আগামী দিনের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে,যার প্রভাব উপেক্ষা করার সুযোগ নেই।

আরও খবর

Sponsered content