লেখক ও কলামিস্ট এবং মন্তব্য কলাম:-

তনু হত্যার বিচার চাই

  প্রতিনিধি ২০ মার্চ ২০২৩ , ১২:১০:৪৮ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম@মামুন।।কলেজছাত্রী সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যার সাত বছর অতিক্রম করলো,এখনো কি এর ঘাতকদের শনাক্ত করতে পেরেছে পুলিশ?পারেনি!পারার চেয়ে বলা ভালো,ধর্ষক ও খুনিদের সর্বসাধারণের সামনে আনেনি।হয়তো ধর্ষক তারাই যারা ইউনিফর্মের লোক নতুবা গদি চালান।

অনেকেই বলেন প্রশাসনের বিরুদ্ধে কেন লিখি? বাস্তবিক প্রশাসনের বিরুদ্ধে আমি কখনোই লিখি না।বোঝার একটু ভিন্নতা,চোখ সরানোর একটু সদিচ্ছা থেকে লেখা পড়লে মনে হয় বিভ্রান্তি থাকবে না।যারা বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং যথার্থ আইন মানেন,প্রয়োগ করেন তারাই সত্যিকারের প্রশাসন।তাদের বিরুদ্ধে আমি কখনোই লিখি না।

কিন্তু যারা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,স্থানীয় সরকার,বিচার বিভাগে থেকে দেশপ্রেম,আইনের সঠিক প্রয়োগকারী নন প্রশাসনের মোড়কে তারা দুর্বৃত্ত।জাতির জনকের বক্তব্য কিন্তু এমনটাই বলে।এসব চাটার দল।বরংছ এসব চাটার দলদের বিরুদ্ধে আমাদের সকলের সোচ্চার হওয়া উচিত।

আইন অনুসারে হওয়া উচিত ছিল,অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা। সাগর-রুনী হত্যার যেমন কূল কিনারা হয়নি তেমনি তনু হত্যারও কূলকিনারা হয়নি। ধরুন কোন পুলিশ কর্মকর্তার বাসা থেকে সিচকে চোর একটা তোয়ালে নিয়ে গেছেন,সেই চোর মোবাইলও চালান না। অথচ দেখবেন সূর্য অস্ত যাওয়ার আগে সেই চোরকে শনাক্ত করে খাঁচায় পুরে দিবে পুলিশ।

শুধু তনু হত্যা, সাগর রুণী হত্যার মত কিছু ঘটনার অপরাধী প্রকাশ্যে আসে না।তাহলে প্রশাসন যে বলে, জিরো টলারেন্স, কাউকে ছাড় দেওয়া হবে না।তনু হত্যার ৭ বছরেও কি পুলিশ পেরেছে অপরাধীদের ছাড় না দিতে? যদি না পারতো তাহলে নিশ্চয়ই জাতি জানতে পারতো খুনিদের পরিচয়। তাদের বিচার নিশ্চিত হতো।

কারন খুনতো অজ্ঞাত কোন স্থানে হয়নি? খুন হয়েছে কুমিল্লা ক্যান্টনমেন্টের মধ্যে একটি সুরক্ষিত এলাকায়। তনুর লাশ ক্যান্টনমেন্টের পাওয়ার হাউজের অদূরে ঝোপের ভেতর পরে ছিল। ভিনগ্রহ থেকে এসেতো কেউ ধর্ষণ আর খুন করে যায়নি।

দশ ট্রাক অস্ত্র সরকারি মদদে দেশে এনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কিন্তু বলেছিলেন, ইউ আর লুকিং ফর শত্রুজ। আবার জজ মিয়া নাটকও দেখেছে দেশবাসী। এসব ঘটনায় প্রকৃত অপরাধীদের আড়াল করতে ভিন্ন নাটক কিন্তু ক্ষমতাশীনরাই সাজিয়েছিল।

কথা হচ্ছে,তনুর খুনিদের আড়াল করতে তেমনি তদন্ত তদন্ত খেলা নিরসন হোক।জাতি জানতে চাইছে তনুকে ধর্ষণ ও হত্যা চালিয়েছিল কারা? অপরাধীদের বিচার নিশ্চিত করবে রাষ্ট্র-শুধু গাল ভরা গল্প শুনতে চাই না। আমরা আইনের প্রকৃত প্রয়োগ চাই।

আরও খবর

Sponsered content