সারাদেশ

তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ হয়েছে জেলা পুলিশ যশোর

  প্রতিনিধি ২১ অক্টোবর ২০২২ , ১২:২৩:৩৪ প্রিন্ট সংস্করণ

0Shares

যশোর প্রতিনিধি।। গতকাল খুলনা রেঞ্জ পুলিশ কার্যালয়ে খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার), এর সভাপতিত্বে সেপ্টেম্বর/২০২২ ইং মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় মাননীয় রেঞ্জ ডিআইজি গত সেপ্টেম্বর /২০২২ইং মাসে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করেন।

গত সেপ্টেম্বর/২০২২ইং মাসে তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয় যশোর জেলা এবং একই সাথে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে রেঞ্জ ডিআইজি নিকট হতে পুরস্কার গ্রহণ করেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম।

এছাড়াও রেঞ্জ ডিআইজি কর্তৃক যশোর জেলার আরো তিন পুলিশ কর্মকর্তা পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কারপ্রাপ্ত অন্যান্য তিন পুলিশ কর্মকর্তা হলেন-
১। জুয়েল ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, “নাভারণ” সার্কেল, যশোর, (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) (শ্রেষ্ঠ সার্কেল কর্মকর্তা-সেপ্টেম্বর/২০২২
২।রুপণ কুমার সরকার, পিপিএম, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর (রেঞ্জ শ্রেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা- সেপ্টেম্বর/২০২২
৩। এসআই (নিঃ)মোঃ আরিফুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরে।

এসভায় আরো উপস্থিত ছিলেন মোঃ ইকবাল, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ)মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ আতিকুর রহমান পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) খুলনা রেঞ্জ,নওরোজ হাসান তালুকদার কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ খুলনাসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারবৃন্দ, ইনসার্ভিস ট্রেনিং সেন্টারসমূহের কমান্ড্যান্ট (এসপি) বৃন্দ, পিবিআই, সিআইডি এবং নৌ-পুলিশ কর্মকর্তাবৃন্দ।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares