প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৫ , ১:২৫:৪৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন-তত্বাবধায়ক শুনানিতে বিবেচ্য হবে না জুলাই সনদ।গণজামিনের বিষয়ে ব্যাখ্যা চাইলেন হাইকোর্টের তিন বিচারকের কাছে।এদিকেবিপুল সংখ্যক আসামির জামিন দেওয়ায় হাইকোর্টের তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন।
হাইকোর্ট বিভাগের এ তিন বিচারপতি হলেন-আবু তাহের সাইফুর রহমান,বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি জাকির হোসেন।
এদিকে,তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা চূড়ান্ত আপিলে জামায়াতের পক্ষে শুনানি শেষ হয়েছে।সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।আদালতে জামায়াতে ইসলামীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী শিশির মনির।তিনি বলেন, তত্বাবধায়ক সরকার ফিরে আসলেও এবার কার্যকর হবে না।

















