অপরাধ-আইন-আদালত

ঢাবি’র শিক্ষিকা মোনামীর সাইবার আইনে করা মামলার ৯ ডিসেম্বর মধ্যেই প্রতিবেদন দাখিলের নির্দেশ

  প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৫ , ৬:২৫:৩০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর মামলায় আগামী ৯ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। সাইবার সুরক্ষা আইনে মামলাটি দায়ের করা হয়েছিল।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত মামলার এজাহার গ্রহণ করে এ আদেশ দেন।বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী।

ছবি সম্পাদন করে ‘অশালীনভাবে’ উপস্থাপন করার অভিযোগে সোমবার চারজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে শাহবাগ থানায় মামলা করেন মোনামি। এতে সাংবাদিক ও এক্টিভিস্ট মুজতবা খন্দকার, লেখক ও এক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ, ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন ও আশফাক হোসাইন ইভানকে আসামি করা হয়।

মামলা করার পর সাংবাদিকদের শেহরীন আমিন ভূইয়া মোনামি বলেন,আমার রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই,আমি একজন সাধারণ শিক্ষক।সেখানে আমাকে নিয়ে গত এক বছর ধরে এমন আচরণ করা হচ্ছে,যার কোনো প্রতিকার পাচ্ছি না।

মামলাটা একদম শেষ মুহূর্তে এসে করেছি।

আরও খবর

Sponsered content