প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২৫ , ২:৩৮:৪৫ প্রিন্ট সংস্করণ
ডেস্ক রিপোর্ট।।ঢাকা-১৭ আসনের গুলশান এলাকায় ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।একই ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তাঁর কন্যা জাইমা রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অধিদপ্তরের মহাপরিচালক এএসএম হুমায়ুর কবীর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,তারেক রহমান অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করেছেন এবং আঙুলের ছাপ ও চোখের আইরিশ প্রদান করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।এখন এনআইডি সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে সার্ভারে তথ্য যাচাই করবে—কোনো বিদ্যমান তথ্যের সঙ্গে মিল রয়েছে কি না,তা পরীক্ষা করা হবে।
মহাপরিচালক আরও বলেন, “যদি কোনো তথ্যের সঙ্গে ম্যাচ না পাওয়া যায়,তাহলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে তারেক রহমানের এনআইডি নম্বর জেনারেট হবে।”
এনআইডি অধিদপ্তর সূত্র জানায়,একই প্রক্রিয়ায় জাইমা রহমানের আবেদনও যাচাই-বাছাই চলছে।সবকিছু সঠিক থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই তাঁদের জাতীয় পরিচয়পত্র নম্বর ইস্যু করা হবে।

তারেক-জাইমার এনআইডি

















