সারাদেশ

ঢাকা-বরিশাল নৌ রুটে এমভি সুন্দরবন ১৬ আনুষ্ঠানিক যাত্রা শুরু

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২২ , ১:৩৬:০৩ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।আপনার ভ্রমণ সেবায় সুন্দরবন,এই স্লোগানকে সামনে রেখে সুন্দরবন নেভিগেশন গ্রুপ এর নতুন সংযোজন ঢাকা-বরিশাল নৌ রুটে এমভি সুন্দরবন ১৬ আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষ্যে গতকাল ঢাকার সদরঘাটে বিকেল ৪ টায় শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমদ বীরবিক্রম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এম.পি।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম পি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বরিশাল-৩ আসেনর সংসদ সদস্য জনাব গোলাম কিবরিয়া টিপু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের মাননীয় সিনিয়র সচিব
মোঃ আমিনুল ইসলাম খান,বাংলাদেশ নৌ পুলিশের অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম,বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক,বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন অধিদপ্তরের মহা-পরিচালক মোঃ নিজামুল হক (ট্যাজ),বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোঃ ইকবাল হোসেন,বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক,বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কতৃপক্ষের
সদস্য (অর্থ আব্দুল সত্তার প্রমুখ।

অনুষ্ঠানে সকলের উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন সুন্দরবন নেভিগেশন গ্রুপ এর চেয়ারম্যান জনাব আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লঞ্চ মালিক ও কার্গো মালিক বৃন্দ এবং নৌ পরিবহন অধিদপ্তর ও নৌ পরিবহন কতৃপক্ষের দপ্তরের বিভিন্ন অফিসার ও প্রেস এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content