প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৪ , ৩:১৯:২৭ প্রিন্ট সংস্করণ
সাভার প্রতিনিধি।বেতন বৃদ্ধির দাবি তোলায় মারধর করার অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

ধামরাই থানার ওসি সিরাজুল ইসলাম জানান,উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় রাইজিং গ্রুপের ‘মাহমুদা অ্যাটায়ারস লিমিটেড’ কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।
অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন; ভোগান্তির শিকার হন সাধারণ যাত্রীরা।
খবর পেয়ে পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে বেলা দেড়টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি।
বিক্ষোভরত শ্রমিকরা জানান,বেতন বাড়ানো নিয়ে আন্দোলন করায় সকালে সুইং শাখার মামুনসহ কয়েকজন শ্রমিককে মারধর করে কারখানা কর্তৃপক্ষের ‘ভাড়া করা সন্ত্রাসী’ মজনু।এতে শ্রমিকরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।
এখন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা।
রফিকুল ইসলাম নামে এক শ্রমিক বলেন,“সরকারি ঘোষণা অনুযায়ী কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন বৃদ্ধি করেনি। এখানে কোনো গ্রেড নেই; সবাই সমান হারে বেতন পায়।
“আমরা বেতন বাড়ানোর জন্য কথা বললে চাকরিচ্যুত করার হুমকি দেয়।এছাড়া মালিক পক্ষের ভাড়া করা সন্ত্রাসীরা আমাদের মারধর করে।তাই উপায় না দেখে আমরা সড়কে আসতে বাধ্য হয়েছি।”













