অপরাধ-আইন-আদালত

ড. মুহাম্মদ ইউনূস জামিনের মেয়াদ আগামী ৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছেন-আদালত

  প্রতিনিধি ২৩ মে ২০২৪ , ৫:০৬:৩৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।শ্রম আইন লঙ্ঘন মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তার জামিনের মেয়াদ আগামী ৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূসসহ প্রতিষ্ঠানটির তিন শীর্ষ কর্মকর্তার জামিনের মেয়াদ বৃদ্ধি করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

গ্রামীণ টেলিকমের ওই তিন শীর্ষ কর্মকর্তা হলেন প্রতিষ্ঠানটির পরিচালক আশরাফুল হাসান,নুরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান।

কেউ যেন নিরাপত্তাহীনতা-শঙ্কায় না থাকি: ড. ইউনূস
এর আগে গত ১৬ এপ্রিল এই মামলায় তাদের জামিনের মেয়াদ বাড়ান আদালত।সেদিন পরবর্তী শুনানির জন্য ২৩ মে দিন ধার্য করেন আদালত।

শ্রম আইন লঙ্ঘনের দায়ে গত ১ জানুয়ারি ঢাকার শ্রম আদালত-৩ ড. ইউনূসসহ চারজনকে ছয় মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা করে জরিমানা করেন।

আরও খবর

Sponsered content