প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৩:১৬:২৯ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।দেশের অর্ধশতাধিক জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) পদায়নকে কেন্দ্র করে বিতর্কের কেন্দ্রে থাকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মাঠ প্রশাসন) কে এম আলী আযমকে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর উইং থেকে এই যুগ্ম সচিবকে সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র আলী আযমের বদলির খবর ঢাকা টাইমসকে নিশ্চিত করেছে।
সম্প্রতি অর্ধ শতাধিক জেলায় নতুন ডিসি নিয়োগ নিয়ে সৃষ্ট বিতর্কের মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের দুই যুগ্ম সচিব কে এম আলী আযম ও ড. জিয়াউদ্দিন আহমেদ।
ডিসি পদে নিয়োগপ্রত্যাশী বিসিএস ২৪, ২৫ ও ২৭ ব্যাচের বিক্ষুব্ধ কর্মকর্তাদের অভিযোগ,অবৈধ লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী কর্মকর্তাদের ডিসি বানানো হয়েছে।এক্ষেত্রে এপিডি অনুবিভাগের যুগ্ম সচিব কে এম আলী আযম মুল ভূমিকা রেখেছেন।
খোঁজ নিয়ে ঢাকা টাইমস জানতে পেরেছে,কে এম আলী আযম জনপ্রশাসন মন্ত্রণালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর উইংয়ে বসার পর থেকেই তাকে নিয়ে ভেতরে ভেতরে জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ক্ষোভে ফুঁসতে থাকেন।
এর কারণ,ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত প্রভাবশালী তিনজন আমলা,যারা বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পালন করেছেন,আলী আযম তাদের ঘনিষ্ঠ সহচর হিসেবে কাজ করেছেন।
ফলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আলী আযমের বর্তমান কর্মকাণ্ডকে ভালো চোখে দেখছেন না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব থেকে শুরু করে সুশাসন প্রতিষ্ঠা চান এমন অনেক সাবেক আমলা।
গত ১০ সেপ্টেম্বর ডিসি নিয়োগের দুটি প্রজ্ঞাপন বাতিলের দাবিতে এই দুই যুগ্ম সচিবকে কক্ষে অবরুদ্ধ করেছিলেন বঞ্চিত কর্মকর্তারা।আওয়ামী লীগ সরকারের সময়ে সুবিধাভোগী কর্মকর্তাদের কেন ডিসি করা হলো,সে বিষয়ে যুগ্ম সচিব আলী আযমের কাছে জানতে চান পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা।
এক পর্যায়ে মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবের আশ্বাসের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।নজিরবিহীন ওই ঘটনার এক সপ্তাহ পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলী আযমকে বদলি করা হলো।
প্রশাসন ২০তম ব্যাচের কর্মকর্তা কে এম আলী আযম সিনিয়র সহকারী সচিব থেকে পদোন্নতি পেয়ে ২০২৪ সালের ১৩ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হন।ক্ষমতার পটপরিবর্তনের মধ্যে গত ১৯ আগস্ট তিনি একই মন্ত্রণালয়ের (এপিডি উইংয়ে) যুগ্ম সচিবের দায়িত্ব নেন।










