প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:২৪:৩২ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিনিধি দল।প্রায় ১৪ বছর পর দলটি ডিএমপির এই অনুষ্ঠানে অংশ নেয়।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
১৯৭৬ সাল ১ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিভাগ প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান।আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনে ডিএমপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান হয়। সেখানে বেলা ৩ টার দিকে বিএনপির পক্ষে অংশ নিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
শায়রুল কবির খান জানান,২০০৮ সালের পর বিরোধী দল হিসেবে এবারই প্রথম বিএনপির কোনও প্রতিনিধি দল ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিচ্ছে।
ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) ইমরান হোসেন মোল্লা বলেন,সব রাজনৈতিক দলের মতো বিএনপিকেও দাওয়াত দেওয়া হয়।তাদের (বিএনপি) দুই সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে।
ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার বলেন,আমরা সবার পুলিশ।আমন্ত্রণ জানানোর পরে যারা এসেছেন সবাইকে স্বাগত জানাই।বিএনপির নেতারা যেমন এসেছেন,তেমনি আওয়ামী লীগেরও এসেছেন।এটা ইতিবাচক।