সারাদেশের খবর

ডাক্তার দেখাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে বাড়িতে ফিরলেন মা-মেয়ে

  প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৩ , ৩:১৪:৫২ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি।।ঢাকা- বরিশাল মহা সড়কের জাজিরা নামক এলাকায় রোগীবহনকারী এম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ৬ জন নিহতের ঘটনা ঘটেছে।সোমবার দিবাগত রাত ০২ টার দিকে ওই মর্মান্তিক দুর্ঘটনার কবলে প্রাণ দিতে হয় তাদের।

সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ‍্য পটুয়াখালীর বাউফলের জাহানারা বেগম (৫৫),তাঁর মেয়ে লুৎফুন নাহার লিমা (৩২),তাঁদের স্বজন ফজলে রাব্বী (২৮)।

অসুস্থ জাহানারা বেগমকে ঢাকায় নেওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল সবার।এদিকে নিহত ০৬ জনের মধ্যে দুই জনের বাড়ি বাউফলের কাছিপাড়া ইউনিয়নের আনারশিয়া গ্রামে। নিহত জাহানারা ও তার মেয়ে আমেরিকা প্রবাসী।গত তিন মাস আগে তারা বাড়ি আসেন।

নিহত জাহানারা বেগমের বড় ভাই আশ্রাফ আলী খান(৭৫) জানান,সোমবার দিবাগত রাত ২টার দিকে তার বোন জাহানারা বেগম অসুস্থ হয়ে পারলে তাকে বরিশালের বাসা থেকে একটি এম্বুলেন্স ঢাকা নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।মা ও মেয়ে ছাড়াও সাথে তার ভাইয়ের এক বন্ধু ছিল। তিনিও ঘটনাস্থলে মারা গেছেন।

এছাড়াও এম্বুলেন্সের ড্রাইভার ও তার এক সহযোগীসহ মোট ৬ জন মারা গেছেন বলে জানান তিনি।

তিনি আরও জানান গ্রামের বাড়ি বাউফলে তিনি ছাড়া আর কেউ নেই।অন্যরা ঢাকায় অবস্থান করছেন।

এ ঘটনার পর তিনি মানসিক ভাবে ভেঙ্গে পরেছেন।তাদের এই অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের মাতম চলছে।

আরও খবর

Sponsered content