খেলাধুলা

টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছে মাশরাফি বিন মুর্তজার দল সিলেট

  প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৩ , ১:৩০:২৮ প্রিন্ট সংস্করণ

0Shares

চট্টগ্রাম প্রতিনিধি।।বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরে অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে সিলেট সিক্সার্স।নিজেদের টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটি।

রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইমাদ ওয়াসিমের স্পিনে বিভ্রান্ত হয়ে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান তুলতে সমর্থ হয় ঢাকা ডমিনেটর্স।

দলের হয়ে ৩১ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক নাসির হোসেন।২৮ বলে ২৭ রান করে ফেরেন ওপেনার উসমান গনি।১৬ বলে ২০ রান করেন আরিফুল হক।

সিলেটের পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিম ৪ ওভারে মাত্র ২০ রানে ৩ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন।এছাড়া একটি করে উইকেট নেন রুবেল হোসেন,মোহাম্মদ আমির ও নাজমুল ইসলাম।

টার্গেট তাড়া করতে নেমে ৪ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় সিলেট।দলের জয়ে ৩২ বলে ৪৪ রান করে ফেরেন ওপেনার মোহাম্মদ হারিস।২৫ বলে ২৭ রান করেন মুশফিকুর রহিম।শেষদিকে ১১ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সিলেটের হয়ে খেলা শ্রীলংকান অলরাউন্ডার থিসেরা পেরেরা।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares