সারাদেশ

ঝিনাইদহে যুবলীগ নেতা আশফাক মাহমুদের প্রতিষ্ঠানে ভাঙচুর, রিকশা চালক আহতের অভিযোগ

  প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৫ , ৪:০০:৪৯ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদাহ প্রতিনিধি।।ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে সম্প্রতি ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।ঘটনার সময় একজন সাধারণ রিকশা চালক ভিডিও ধারন করছিলেন।

অভিযোগ অনুযায়ী,ওই রিকশা চালক হিন্দু ধর্মের এবং হাতে লাল সুতো বাঁধা থাকায় সন্ত্রাসী জঙ্গীরা তাকে মারাত্মকভাবে পিটিয়ে আহত করেছে।আহত ব্যক্তিকে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রিকশাচালককে “ভারতীয় গোয়েন্দা সংস্থার সদস্য” হিসেবে উল্লেখ করা হয়েছে।তবে এই অভিযোগ এখনো আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি এবং প্রশাসন বিষয়টি তদন্ত করছে।

স্থানীয় নেতারা ও মানবাধিকার পর্যবেক্ষকরা এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

আরও খবর

Sponsered content