জাতীয়

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নতুন সিইও আকবর কামাল

  প্রতিনিধি ১১ মে ২০২৫ , ৩:০৩:৩০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) আকবর কামাল।গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ফাউন্ডেশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস।

নিয়োগের পর আকবর কামাল তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে লিখেছেন,“জুলাই আন্দোলনের শহীদ শাহরিয়ারের ১৬ মাস বয়সী সন্তান বর্তমানে কলেরা হাসপাতালে ভর্তি রয়েছে।তার বাবার আত্মত্যাগের মর্যাদায় শিশুটি বিশেষ যত্ন পাচ্ছে।আপনাদের ট্যাক্সের টাকায় যে পেশাদারিত্ব অর্জন করেছি,সেটাকেই আমি উৎসর্গ করতে চাই। দেশ আমাকে এবং আমার পরিবারকে সবকিছু দিয়েছে। এখন আমার ঋণ শোধ করার পালা—এটাই সেনাবাহিনী আমাকে শিখিয়েছে।দোয়া করবেন,যাতে নিষ্ঠার সঙ্গে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করতে পারি। এখানে ব্যর্থ হওয়ার সুযোগ নেই।”

আরও খবর

Sponsered content