জাতীয়

জুনের মধ্যে গাজীপুর, রাজশাহী,বরিশাল,সিলেট ও খুলনা সিটি করপোরেশনে নির্বাচন হবে-ইসি

  প্রতিনিধি ২৩ মার্চ ২০২৩ , ৫:২১:২৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।মেয়াদ ফুরাতে থাকা পাঁচ সিটি করপোরেশনের মধ্যে গাজীপুরে সবার আগে ভোট হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

জুলাইয়ের শুরুতে কোরবানির ঈদের আগেই বাকি চার সিটিতে ভোট করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদা বলেন,কোরবানির পরে আমাদের সংসদ নির্বাচনের জন্যই মনোনিবেশ করতে হবে।কেননা অনেক কাজ।অনেক ধরনের বিষয় আছে।”

গত ১৫ মার্চ কমিশন সচিব মো. জাহাংগীর আলম জানান, মে মাসের শেষ সপ্তাহ থেকে জুনের মধ্যে গাজীপুর, রাজশাহী,বরিশাল,সিলেট ও খুলনা সিটি করপোরেশনে নির্বাচন হবে।

কোন সিটিতে কবে ভোট হবে,সেটি পরে জানানোর কথাও সে সময় বলেন তিনি।

এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি রাশেদাও।তবে বলেছেন, গাজীপুর ‘আগে হবে’।

“সেপ্টেম্বর,অক্টোবর পর্যন্ত অন্যগুলোর সময় আছে।কিন্তু আমরা অতদূর যাব না।”

আরও খবর

Sponsered content