অপরাধ-আইন-আদালত

জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের মৌখিক পরীক্ষা স্থগিতাদেশ ভ্যাকেট করতে আপিল করা হবে-পিএসসি

  প্রতিনিধি ১০ জুন ২০২৪ , ৫:৫৬:২০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের মৌখিক পরীক্ষা নিয়ে আদালতে রিট দায়ের করেছেন ক্রাফটস ইন্সট্রাক্টর পদের প্রার্থীরা।রিটের প্রেক্ষিতে ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন আদালত। আদালতের স্থগিতাদেশ ভ্যাকেট করতে আপিল করা হবে বলে জানা গেছে।

আজ সোমবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র উচ্চপর্যায়ের এক কর্মকর্তা জানান,জুনিয়র ইন্সট্রাক্টরদের মধ্যে ক্রাফটস ইন্সট্রাক্টর পদের প্রার্থীরা আদালতে রিট করেছেন।তারা ৫০ শতাংশ পদের বিপরীতে সরাসরি নিয়োগ চাচ্ছেন।যেটি বাস্তব সম্মত নয়।আমরা হাইকোর্টে আপিল করব।এজন্য আমাদের আইন শাখা কাগজপত্র রেডি করছে।

ওই কর্মকর্তা আরও বলেন,আমরা আইসিটি শাখাকে ফলাফল তৈরির প্রস্তুতি নিয়ে রাখার অনুরোধ করেছি।হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছে সেটির ওপর ১০ দিনের ভ্যাকেট নিয়ে আসতে পারলেও আমরা ফল প্রকাশ করতে পারবো।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি থেকে জুনিয়র ইন্সট্রাক্টরদের মৌখিক পরীক্ষা শুরু হয়।কয়েক ধাপে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষা গত ২৭ মে শেষ হয়েছে।

জানা গেছে,পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিতে ৪৪ ক্যাটাগরিতে ৩ হাজার ২০০ জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ দেওয়া হবে। এজন্য ৭ হাজার ৪০০ প্রার্থীর কাছে ২০২৩ সালের মে মাসে কাগজপত্র জমা নেয় পিএসসি।প্রথম দুই ধাপে প্রায় ৫ হাজার ৮০০ প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়।শেষ ধাপে এক হাজার ৬০০ প্রার্থীর ভাইভা নিয়েছে পিএসসি।

আরও খবর

Sponsered content