প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২২ , ৬:৩০:১১ প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জ প্রতিনিধি।। সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী সুমন সরকার আগের রাতে টাকার বান্ডিল বিতরণকালে ভোটারদের বলেন নির্বাচনের আগে যেন এই টাকা কেউ খরচ না করে। কারন জানাজানি হয়ে গেলে তার ক্ষতি হবে।

কচকচে নোট পেয়ে সম্মানিত ভোটাররা খিচ্চা ভোট দিয়ে সুমন সরকারকে বিপুল ভোটে বিজয়ী করে যেই না খুশিতে গদগদ হয়ে টাকা নিয়ে বাজারে গেলো মুজমাস্তি করতে, তখন দোকানদারেরা বললো এই টাকা জাল। জাল টাকা নিয়ে প্রার্থীর নিকট গেলে উল্টো প্রার্থী বললো জাল টাকা যার নিকট পাওয়া যাবে তাকে পুলিশে ধরিয়ে দেওয়া হবে। একেই বলে চোরের উপর বাটপারি!!!!

















