সারাদেশ

জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

  প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৬ , ৫:২৯:৪৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।জামিননামা ছাড়াই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে।গত মঙ্গলবার ঘটনাটি ঘটলেও আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনায় কারাগারের ভেতরে ও বাইরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

মুক্তি পাওয়া আসামিরা হলেন—আনিছ,জাকিরুল ও রাশেদুল। তারা সবাই একটি হত্যা মামলার আসামি ছিলেন বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।

কারা কর্তৃপক্ষের দাবি,কাগজপত্রের ভুলের কারণেই এই ঘটনা ঘটেছে।তবে এটি নিছক প্রশাসনিক ভুল নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

ঘটনার পরপরই বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম সাংবাদিকদের জানান,“ওই তিনজন হত্যা মামলার আসামি ছিলেন। প্রডাকশন ওয়ারেন্টকে ভুলবশত জামিননামা মনে করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”

তবে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিতে কারা কর্তৃপক্ষ অনাগ্রহ প্রকাশ করেছে।একাধিকবার ফোন করা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই ঘটনায় কারা প্রশাসনের দায়িত্বশীলতা ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

আরও খবর

Sponsered content