রাজনীতি

জামায়াত জোটে এনসিপির সম্ভাব্য ৩০ প্রার্থী: আসনভিত্তিক তালিকা প্রকাশ

  প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৫ , ৬:১১:১৫ প্রিন্ট সংস্করণ

জামায়াত জোটে এনসিপির সম্ভাব্য ৩০ প্রার্থী: আসনভিত্তিক তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক।।আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সম্ভাব্য ৩০ জন প্রার্থীর একটি তালিকা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।দলীয় ও জোটসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,জোটগত সমঝোতার অংশ হিসেবে রাজধানী ঢাকা ছাড়াও উত্তর ও দক্ষিণাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ আসনে এনসিপির প্রার্থীদের মনোনয়নের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।

তালিকায় রাজধানী ঢাকার একাধিক আসনের পাশাপাশি পঞ্চগড়,রংপুর,কুড়িগ্রাম,চট্টগ্রাম,নোয়াখালী,বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া,গাজীপুর ও বাগেরহাটসহ বিভিন্ন জেলার আসন অন্তর্ভুক্ত রয়েছে।

সম্ভাব্য প্রার্থীদের তালিকা (আসনভিত্তিক):

১. নাহিদ ইসলাম – ঢাকা-১১
২. জাভেদ রাসিন – ঢাকা-৯
৩. ইঞ্জি. নাবিলা তাহসিন – ঢাকা-২০
৪. দিলশানা পারুল – ঢাকা-১৯
৫. নাসিরুদ্দিন পাটোয়ারী – ঢাকা-৮
৬. সারজিস আলম – পঞ্চগড়-১
৭. আব্দুল আহাদ – দিনাজপুর-৫
৮. আখতার হোসেন – রংপুর-৪
৯. আতিক মুজাহিদ – কুড়িগ্রাম-২
১০. সাইফ মুজফিজ – সিরাজগঞ্জ-৬
১১. আশরাফউদ্দিন মাহিদি – ব্রাহ্মণবাড়িয়া-২
১২. আব্দুল্লাহ আল আমিন – নারায়ণগঞ্জ-৪
১৩. সুজাউদ্দৌলা – বান্দরবান
১৪. হাসনাত আবদুল্লাহ – কুমিল্লা-৪
১৫. হাসান মাসুদ – নোয়াখালী-৬
১৬. ডা. জাছেদুল – নেত্রকোনা-১
১৭. আরিফ আদিব – বরিশাল
১৮. ডা. মাহমুদা মিতু – ঝালকাঠি-১
১৯. মাহবুব আলম – লক্ষ্মীপুর-১
২০. সুলতান জাকারিয়া – নোয়াখালী
২১. সরোয়ার তুষার – নরসিংদি-২
২২. আলি নাসের খান – গাজীপুর
২৩. লিখন মিয়া – শেরপুর-১
২৪. প্রীতম দাশ – মৌলভীবাজার-৪
২৫. জোবায়েবুল আরিফ – চট্টগ্রাম-১৩
২৬. জার্জিস কাদের – নাটোর-৩
২৭. মোল্লা ফারুক এহসান – চুয়াডাঙ্গা
২৮. আতাউল্লাহ – ব্রাহ্মণবাড়িয়া-৩
২৯. সাইফুল্লাহ হায়দার – টাঙ্গাইল-৩
৩০. মোল্লা রহমতুল্লাহ – বাগেরহাট-২

জোটসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে,এই তালিকা এখনো চূড়ান্ত নয়। নির্বাচনের তফসিল ঘোষণার পর আসন সমন্বয়, রাজনৈতিক বাস্তবতা এবং মাঠপর্যায়ের হিসাব-নিকাশের ভিত্তিতে তালিকায় পরিবর্তন আসতে পারে।

এ বিষয়ে জামায়াত বা এনসিপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে,এই তালিকা প্রকাশের মধ্য দিয়ে জোট রাজনীতিতে এনসিপির অবস্থান এবং দরকষাকষির মাত্রা স্পষ্ট হয়ে উঠছে।

আরও খবর

Sponsered content