রাজনীতি

জামায়াতে ইসলামীর হিন্দু শাখার ৯ নেতা পদত্যাগ

  প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২৫ , ৫:৩৩:৪১ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধি।।গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ‘পারিবারিক ও সামাজিক কারণ’ দেখিয়ে জামায়াতে ইসলামীর হিন্দু শাখার ৯ নেতা পদত্যাগ করেছেন।গতকাল শনিবার রাতে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পিড়ারবাড়ি বাজারে এক সংবাদ সম্মেলনে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগ করা নেতাদের পক্ষের লিখিত বক্তব্য দেন সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর হিন্দু শাখার সভাপতি মনোজ মল্লিক ওরফে ঝন্টু।তিনি বলেন,গতকাল থেকে তাঁরা নয়জন জামায়াতের হিন্দু শাখার কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি, সহসভাপতি,উপদেষ্টা ও সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। পারিবারিক ও সামাজিক কারণে পদত্যাগের এই সিদ্ধান্ত বলে তিনি জানান।

পদত্যাগ করা নেতারা হলেন সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে হিন্দু শাখার সভাপতি মনোজ মল্লিক, সহসভাপতি বিমল বালা,উপদেষ্টা নারায়ণ হালদার,সদস্য দুলাল মল্লিক,সবুজ মল্লিক,সুভাষ মধু,প্রকাশ সরকার, প্রদীপ ঢালী ও শিশির মল্লিক। ১ ডিসেম্বর সাদুল্লাহপুর ইউনিয়নে এই কমিটি গঠিত হয়েছিল।

এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ বলেন,কিছুদিন আগে কমিটি হয়েছিল।কিন্তু তাঁরা পদত্যাগ করেছেন কি না,তা আমার জানা নেই।’

এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পথ থেকে পদত্যাগ করেছেন মো. এহিয়া শেখ।গতকাল রাতে গোপালগঞ্জ লঞ্চঘাটের একটি বাসায় সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।এ সময় তিনি বলেন,আজ থেকে আওয়ামী লীগের কোনো পদে বা কোনো কার্যক্রমে আমার সম্পৃক্ততা থাকবে না।’

আরও খবর

Sponsered content