প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৫ , ৬:৪১:০৯ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীসহ ১২ দলীয় রাজনৈতিক জোটে প্রাথমিকভাবে আসন বণ্টনের খসড়া চূড়ান্ত হয়েছে।জোটের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে,দলগুলোর সাংগঠনিক শক্তি,পূর্বের নির্বাচনী অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের অবস্থান বিবেচনায় রেখে এ বণ্টন প্রস্তাব করা হয়েছে।

খসড়া অনুযায়ী,জোটের প্রধান শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বাধিক ১৯০টি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। জোটে নতুন সংযোজিত হলেও সাংগঠনিক বিস্তৃতির কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাচ্ছে ৩০টি আসন।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীরের দল) এর জন্য ৩৫টি আসন বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য জোরদারে খেলাফত পার্টি পাচ্ছে ১৫টি,খেলাফত মজলিশ পাচ্ছে ১০টি এবং নেজামে ইসলামী পাচ্ছে ৮টি আসন।
এছাড়া খেলাফত আন্দোলনকে ৩টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-কে ২টি আসন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
জোট সূত্র জানায়,বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি,লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি),এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি) এবং বাংলাদেশ লেবার পার্টি—এই চার দলের আসন বণ্টন এখনো চূড়ান্ত হয়নি।এসব দলের সঙ্গে আলাদা বৈঠক ও সমন্বয়ের মাধ্যমে বাকি আসন বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হবে।
সংখ্যা নির্ধারিত দলগুলোর হিসাবে এখন পর্যন্ত ২৯৩টি আসন বণ্টন সম্পন্ন হয়েছে।জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে অবশিষ্ট ৭টি আসন নিয়ে জোটের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে।
জোটের এক শীর্ষ সমন্বয়ক নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“আমাদের লক্ষ্য একক প্রার্থী দিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা।শেষ মুহূর্তে মাঠপর্যায়ের বাস্তবতা বিবেচনায় কিছু আসনে পরিবর্তন আসতে পারে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে,এই আসন বণ্টনের মাধ্যমে ইসলামী ও ডানপন্থী দলগুলোর মধ্যে একটি বড় ধরনের নির্বাচনী সমঝোতার ইঙ্গিত মিলছে,যা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।















