প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ৫:১৮:৫৫ প্রিন্ট সংস্করণ
সাতকানিয়া, চট্টগ্রাম, ১৪ জানুয়ারি ২০২৬:চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শাহাজাহান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ইলেক্ট্রোরাল এনকোয়ারী ও এডজুডিকেশন কমিটি কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।

নোটিশে বলা হয়েছে,প্রার্থী নির্বাচনে প্রতীক বরাদ্দ পাওয়ার পূর্বে বড়হাতিয়া ৩ নং ওয়ার্ডে বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,যেখানে বড়হাতিয়া জামাতের আমির মোঃ জসিম উদ্দিন “দাঁড়ি পাল্লা” প্রতীকে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেছেন। অভিযোগ অনুযায়ী, উক্ত বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।
ইলেক্ট্রোরাল এনকোয়ারী কমিটির চেয়ারম্যান রূপন কুমার দাশ জানান,ভোট গ্রহণের তিন সপ্তাহ পূর্বে এই ধরনের নির্বাচনি প্রচারণা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা,২০২৫ এর ৩ ও ১৮ বিধির পরিপন্থী।
মোহাম্মদ শাহাজাহান চৌধুরীকে আগামী ১৯ জানুয়ারি ২০২৬, সকাল ১১:৩০ ঘটিকায় সাতকানিয়া চৌকি আদালতে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশটি সাতকানিয়া থানাকে ত্বরিতভাবে জারি করে প্রমাণাদি কার্যালয়ে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।এছাড়া বাংলাদেশের নির্বাচন কমিশন,জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা নির্বাচন অফিসারসহ সংশ্লিষ্টদের অনুলিপি পাঠানো হয়েছে।














