জাতীয়

জাপানি সহায়তায় চলা প্রকল্পগুলো বন্ধ হবে না-অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

  প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৪ , ৩:৫৯:০৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।দেশে জাপানি সহায়তায় চলা প্রকল্পগুলো বন্ধ হবে না বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (১৯ আগস্ট) জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে সাক্ষাৎ শেষে অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এ তথ্য জানান।

উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন,জাপান বাংলাদেশের উন্নয়নের বড় অংশীদার।তারা এতদিন মূলত প্রকল্প সহায়তা দিয়েছে।দেশটির সহায়তায় চলা প্রকল্পগুলো বন্ধ হবে না বলে আশ্বাস দিয়েছেন জাপানি রাষ্ট্রদূত।

এছাড়া জাপানকে অর্থ ও কারিগরি সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতেও আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি।দেশটির সাথে মুক্তবাণিজ্য চুক্তি অটুট থাকবে।

জাপানে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়তে যাওয়ায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা।

তিনি আরও জানান,সাক্ষাতে জাপানি রাষ্ট্রদূত বাংলাদেশে স্থিতিশীলতা আসছে বলে সন্তোষ জানিয়েছেন।তারা মনে করেন উপদেষ্টা পরিষদ দক্ষ,তাদের সহায়তা নিয়ে দেশটির কোনো দ্বিধা নেই।

আরও খবর

Sponsered content