জাতীয়

জানাজায় মানবিকতায় উজ্জ্বল বাংলাদেশ সেনাবাহিনী

  প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৫ , ৩:২২:০৯ প্রিন্ট সংস্করণ

জানাজায় মানবিকতায় উজ্জ্বল বাংলাদেশ সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট।।সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় শৃঙ্খলা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।জানাজায় অংশ নিতে আসা মুসল্লিরা যেন সময়মতো ও নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন—সে লক্ষ্যেই সেনাবাহিনীর সদস্যদের দায়িত্বশীল ও মানবিক ভূমিকা উপস্থিত সবার দৃষ্টি কেড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,জানাজার নির্ধারিত সময়ে মুসল্লিদের দ্রুত ও নিরাপদভাবে নামাজের কাতারে পৌঁছে দিতে সেনাবাহিনীর কয়েকজন সদস্য নিজের কাঁধকে সিঁড়ির মতো ব্যবহার করে পথ করে দেন।এতে বয়স্ক ও সাধারণ মুসল্লিরা সহজেই নির্দিষ্ট স্থানে পৌঁছাতে সক্ষম হন।এই দৃশ্য মুহূর্তেই আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

অনেক মুসল্লি বলেন,এটি কেবল দায়িত্ব পালন নয়; বরং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সেনাবাহিনীর গভীর শ্রদ্ধা ও সম্মানের বহিঃপ্রকাশ।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ও ভিডিওতে সেনাসদস্যদের এই মানবিক আচরণ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন,এমন মানবিক উদ্যোগ রাষ্ট্রীয় বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা আরও দৃঢ় করে।শৃঙ্খলা রক্ষা,নিরাপত্তা নিশ্চিতকরণ এবং একই সঙ্গে মানবিক মূল্যবোধের চর্চা—এই তিনের সমন্বয়ই বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের পরিচয় বহন করে।

জানাজা শেষে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, সংকট ও শোকের মুহূর্তে এমন দায়িত্বশীল আচরণ জাতির জন্য ইতিবাচক বার্তা বহন করে।

এই মানবিক ভূমিকায় আবারও প্রমাণিত হয়েছে—বাংলাদেশ সেনাবাহিনী শুধু রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বেই সীমাবদ্ধ নয়; প্রয়োজনে জনগণের পাশে থেকে হৃদয়ের জায়গাও জয় করতে জানে।

আরও খবর

Sponsered content