রাজনীতি

জাতীয় পার্টির দুই উপদেষ্টা দল থেকে অব্যাহতি

  প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৬ , ৯:৫৫:৫৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ মোস্তফা মহসিন ও এস এম গোলাম শহীদ রঞ্জু-কে দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় পার্টি।

শুক্রবার (২৩ জানুয়ারি) ঢাকায় জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,অব্যাহতির এ আদেশ ইতোমধ্যেই কার্যকর করা হয়েছে।

জাতীয় পার্টির দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এ বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি প্রকাশ করেন।

আরও খবর

Sponsered content