রাজনীতি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের শোক

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ১১:২০:১৫ প্রিন্ট সংস্করণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের শোক

নিজস্ব প্রতিবেদক।।সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সামাজিক মাধ্যমে লিখেছেন, “দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। দেশের ও জনগণের কল্যাণে নিয়োজিত তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।

আজ তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি ঘটল।”

একইভাবে,গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি শোক প্রকাশ করেছেন।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় কার্যকরী কমিটি জানিয়েছে,”এরশাদের সামরিক শাসন বিরোধী ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন ও ১৯৯০ সালের গণ অভ্যুত্থানে বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।”

আরও খবর

Sponsered content