জাতীয়

জাতীয় জীবনিরাপত্তা নীতি ২০২৪’-এর খসড়া মন্ত্রিসভা অনুমোদন

  প্রতিনিধি ৩ জুন ২০২৪ , ৪:৪৭:৪৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।জাতীয় জীবনিরাপত্তা নীতির খসড়া মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (৩ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই খসড়ার অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন,জাতীয় জীবনিরাপত্তা নীতি ২০২৪’-এর খসড়া মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।এটির উদ্যোক্তা মন্ত্রণালয় ছিল পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।আমাদের একটি আইন আছে,বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এবং এর আওতায় বাংলাদেশ জীবনিরাপত্তা বিধিমালা রয়েছে।কিন্তু একটি নীতিমালা না থাকায় বিভিন্ন ফোরামে আমাদের বলা হচ্ছিল নীতিমালার করার জন্য।এখন সেই নীতিমালা করা হয়েছে।

জাতীয় জীবনিরাপত্তা নীতির বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এখন অনেক রিসার্চ হচ্ছে।রিসার্চ যেন নিরাপদ হয়,যাতে রেগুলেট করতে পারি সে জন্য এটি করা হয়েছে।কোনও একটি ভ্যারাইটি সরাসরি বাজারে আসতে পারবে না। সরকারের অনুমোদন লাগবে।পরিবেশের জন্য ক্ষতিকারক কিনা সেটি আগে ভ্যারিফাইড হবে,পরিবেশ মন্ত্রণালয় এটি করবে।’

আরও খবর

Sponsered content