শিক্ষা

জাতীয়করণ দাবিতে তৃতীয় দিনেও অবস্থান কর্মসূচি পালন করছেন-শিক্ষক ও কর্মচারীরা

  প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:৩৯:০৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে তৃতীয় দিনেও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা।

তারা সরকারি নিয়মে বাড়ি ভাড়া,মেডিক্যাল ভাতা ও শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ চাচ্ছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থান দেখা যায়। বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত শিক্ষক অবস্থান নিয়েছেন।

শিক্ষকরা বলছেন,সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া প্রেস ক্লাব ছেড়ে যাবেন না তারা। সরকারকে দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা। সব এমপিও শিক্ষক-কর্মচারীকে প্রেস ক্লাবের কর্মসূচিতে যোগ দেয়ার আহ্বান জানান তারা।

আরও খবর

Sponsered content