রাজনীতি

জাতিসংঘের পরামর্শ: নির্বাচনে নিরাপদ ও স্বাধীন পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ

  প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৬ , ৬:২৮:৩৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার অনুষ্ঠিত নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক বলেছেন,বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন একটি পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ,যেখানে সব ব্যক্তি নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন এবং স্বাধীনভাবে ভিন্নমত প্রকাশ করতে পারেন।

এক সাংবাদিক ব্রিফিংয়ে জানতে চেয়েছিলেন,বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি পরবর্তী নির্বাচন আয়োজন করতে যাচ্ছে,এই নির্বাচনের সময় এবং পরবর্তী সময়ে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখার জন্য জাতিসংঘ কোনো পরামর্শ দেবে কি না।জবাবে ফারহান হক বলেন, জাতিসংঘ নির্বাচনের আয়োজনকে উৎসাহিত করছে এবং নির্বাচন ও পরবর্তী সময়ে জনগণের নিরাপত্তা ও স্বাধীন মতপ্রকাশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে।

আরও খবর

Sponsered content