সম্পাদকীয়

ছাত্র আন্দোলন,অপরাধ এবং আইনের শাসন: বাস্তবতা কী?

  প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৬ , ৩:৩২:০০ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।।গত কিছু বছরে আমাদের দেশে একটি বিশেষ ছাত্র সংগঠন নজরে আসে—কোটা সংস্কারের বিরোধিতা করে গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।তখন তাদের লক্ষ্য স্পষ্ট ছিল: শিক্ষাব্যবস্থায় সমতা প্রতিষ্ঠা করা।কিন্তু আজ সেই আন্দোলনের প্রাথমিক দাবি পূর্ণ।কোটা বাতিল।তাহলে প্রশ্ন উঠেছে: এই সংগঠন এখন কী করছে?

সম্প্রতি বিভিন্ন অভিযোগ উঠে এসেছে—কিছু সদস্য ছাত্র পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি,তদবির বাণিজ্য,পুলিশের কাজে বাধা,হুমকি-ধামকি দেওয়ার মতো কর্মকাণ্ডে লিপ্ত।যদি এসব সত্য হয়,তাহলে এটি ছাত্র আন্দোলন নয়,বরং আইনভঙ্গের সরাসরি প্রকাশ।কোনো রাজনৈতিক সংগঠন বা ছাত্র আন্দোলন এই ধরনের কর্মকাণ্ডকে ঢেকে রাখতে পারে না।আইন ও বিচারবিভাগের কাছে সবাই সমান।

এখানেই আমাদের রাষ্ট্রীয় চ্যালেঞ্জ।শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা,অপরাধ দমন,এবং আইনশৃঙ্খলা নিশ্চিত করা কেবল একটি দলের ক্ষমতার উপর নির্ভরশীল নয়।এটি সরকারের, প্রশাসনের,পুলিশ এবং বিচার ব্যবস্থার সমন্বিত দায়িত্ব। গণতান্ত্রিক দেশে রাষ্ট্রের প্রতিষ্ঠানই এমন দায়িত্ব সম্পাদন করবে,রাজনৈতিক বিশ্বাস নয়।

এক কথায়,আন্দোলনকে তার মূল লক্ষ্য ও নৈতিক ভিত্তির সঙ্গে মিলিয়ে বিচার করতে হবে।যে কেউ ছাত্র পরিচয় ব্যবহার করে অপরাধে লিপ্ত হচ্ছে,তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অপরিহার্য। আর আমরা চাই—শিক্ষাঙ্গন শান্ত,দেশ আইন ও শৃঙ্খলার মধ্যে এবং প্রত্যেক নাগরিক নিরাপদ।

আজ সময় এসেছে—ছাত্র রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখতে,আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিতে,এবং দেশের শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সক্রিয় হতে। কোনো ব্যক্তি,কোনো দল বা কোনো আন্দোলন আইনের ঊর্ধ্বে নয়।

আরও খবর

Sponsered content