রাজনীতি

ছাত্রলীগের সম্মেলন ৮ ও ৯ ডিসেম্বর

  প্রতিনিধি ২১ নভেম্বর ২০২২ , ৩:১০:০৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ ও ৯ ডিসেম্বর। এ সম্মেলনের উদ্বোধন করবেন সংগঠনটির গঠনতান্ত্রিক অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (২১ নভেম্বর) বেলা ১২ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।

একই সংবাদ সম্মেলনে ছাত্রলীগের অন্যতম ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে।আগামী ৩ ডিসেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে,৩ডিসেম্বর ছাত্রলীগের ৩০তম সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিলো।পরে তা আবার স্থগিত করা হয়। দলীয় সূত্রে জানা যায়,প্রধানমন্ত্রীর জাপান সফরের কারণে ছাত্রলীগের সম্মেলন স্থগিত করা হয়েছিল।

আরও খবর

Sponsered content