প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৫ , ৫:২৯:৪৩ প্রিন্ট সংস্করণ
চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি।।সিরাজগঞ্জের চৌহালীতে ফেসবুক গ্রুপে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) পরীক্ষা শুরুর ২০ মিনিট পর ‘আমাদের চৌহালী’ নামের একটি গ্রুপ থেকে ইংরেজি প্রথম পত্রের ওই প্রশ্ন ফাঁস করা হয়।বিষয়টি দ্রুত ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।তখন উপজেলা প্রশাসনের দূরদর্শীয় তৎপরতায় তৎক্ষণাৎ ৪০ মিনিট পর ওই গ্রুপ থেকে আপলোড করা প্রশ্নপত্র সরিয়ে ফেলা হয়। ‘আমাদের চৌহালী’ নামের ফেসবুক গ্রুপটির অ্যাডমিন মনিরুল ইসলাম চৌহালী উপজেলার খাসপুকুরিয়ার বাসিন্দা হলেও বর্তমানে ঢাকায় একটি মার্কেটিং কোম্পানিতে কর্মরত রয়েছেন।তিনি গত ১০ বছর ধরে ফেসবুক গ্রুপটি পরিচালনা করছেন।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান,আমাদের চৌহালী’ গ্রুপের অ্যাডমিন মনি-রুল ইসলামের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে ব্যবস্থা নিতে থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে।প্রশ্নপত্র ফাঁস হলেও দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়ায় পরীক্ষায় এর কোন ধরনের প্রভাব পড়েনি।তবে এজন্য এডমিন মনিরুল ইসলাম কোনভাবে দায় এড়াতে পারে না।একজন কোথায় থেকে অতি গুরুত্বপূর্ণ ও গোপনীয় প্রশ্ন পত্র ফেসবুকে পোস্ট করবে। আর তিনি অ্যাপ্রুভ করবেন,এটা হতে পারে না।আমরা বিষয়টি নিয়ে দ্রুত তৎপর হলে ফেসবুক থেকে তা ডিলিট করে দেয়া হয়।
এ ব্যাপারে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন সন্ধ্যায় জানান, বিষয়টির তদন্ত চলছে। তথ্য-প্রযুক্তি আইনে মামলার বিষয়টি এখন প্রক্রিয়াধীন।
এ বিষয়ে ‘আমাদের চৌহালী’ গ্রুপের অ্যাডমিন মনিরুল ইসলাম জানান, ‘সানজিদা ইসলাম নামে একটি ফেসবুক আইডি থেকে মঙ্গলবার সকাল ১০টা ২০টা মিনিটে মেসেঞ্জার গ্রুপে প্রশ্নপত্রটি পোস্ট করা হয়। পরবর্তীতে পোস্টকারী নিজেই তা ডিলিট করেন। সানজিদা ইসলাম নামের আইডিটি আসল নাকি ভুয়া জানতে পারিনি। তবে বিষয়টি আমি এ নিয়ে বিব্রত।