সারাদেশ

চেয়ারম্যান নাসির উদ্দিনের নাম-নিশানা নাসিরনগর থেকে মুছে ফেলার হুমকি-আ, লীগের প্রার্থী শোকজ

  প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৩ , ৫:৩০:২৫ প্রিন্ট সংস্করণ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি।।ব্রাহ্মবাড়িয়া-১ নাসিরনগর উপজেলার কুণ্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিনের নাম-নিশানা নাসিরনগর থেকে মুছে ফেলার হুমকি দেওয়ায় আওয়ামী লীগ প্রার্থী এমপি বিএম ফরহাদ হোসেনকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। তাকে সোমবার বিকাল ৫টায় জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

রোববার ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী জজ ও নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান মোহাম্মদ রেজাউল হক এ চিঠি দিয়েছেন।চিঠি ফরহাদ হোসেনের কাছে পৌঁছানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

শোকজ নোটিশে বলা হয়- ২৩ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত হয় ‘চেয়ারম্যানের নাম মুছে দিতে চান এমপি’।এমপির বক্তব্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির লঙ্ঘন মর্মে কমিটির কাছে প্রতীয়মান হয়।

চিঠিতে আরও বলা হয়েছে- এমন অবস্থায় আপনার (ফরহাদ) বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনকে সুপারিশ করা হবে না মর্মে ২ সোমবার বিকাল ৫টায় জেলা ও দায়রা জজ আদালতে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

এর আগে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ কাজ করায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুণ্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দিনের নাম নাসিরনগর থেকে মুছে ফেলার হুমকি দেন সেখানকার সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ফরহাদ হোসেন সংগ্রাম। শুক্রবার বিকালে নাসিরনগরের কুণ্ডা উচ্চ বিদ্যালয় মাঠে ওই নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়।

 

কুণ্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন,আমার নাম নাসিরনগর থেকে মুছে ফেলা হবে বলে প্রকাশ্যে জনসভা থেকে ঘোষণা দিয়েছেন এমপি। এ বক্তব্যের পর নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।

আরও খবর

Sponsered content