অপরাধ-আইন-আদালত

চুন্নুর বিরুদ্ধে আদালত অবমাননার মামলার আবেদন

  প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২৩ , ৩:৫৪:২০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।উচ্চ আদালতের বিচারপতিদের যোগ্যতা নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে জাতীয় পার্টির মহাসচিব মহাসচিব মো: মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো: কামরুল ইসলাম আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দায়ের করেন।

আবেদনের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান বলেন, আবেদনে তাকে আদালতে সশরীরে হাজির করে বক্তব্যের ব্যাখ্যা চাওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।আগামীকাল চেম্বার আদালতে আবেদনটি উপস্থাপন করা হবে।

সৈয়দ মামুন মাহবুব বলেন,তার এই বক্তব্য মানুষের বিচার বিভাগের প্রতি চরম কুঠারাঘাত।আসরা এটা মনে করায় আমাদের একজন আইনজীবী অবমাননার এই আবেদন করেছেন।

আবেদনে বলা হয়,গত ১৪ নভেম্বর জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটির মহাসচিব মো: মুজিবুল হক চুন্নু বলেন,উচ্চ আদালতে সবচেয়ে বেশি প্রয়োজন ব্রিলিয়ান্ট লোকদের বিচারপতি হওয়া,কিন্তু সেখানে সবচেয়ে অযোগ্য লোক বিচারপতি হন।মেট্রিক থার্ড ডিভিশন,ইন্টারমিডিয়েট থার্ড ডিভিশন,বিএ থার্ড ডিভিশন,সেন্ট্রাল ল কলেজে কোনোমতে টাইন্না-টুইন্না নাইটে পাস,সেও বিচারক।

আরও খবর

Sponsered content