প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৫ , ৬:৪৫:০৫ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম প্রতিনিধি।।চট্টগ্রামের একটি বেসরকারি ডিপো থেকে ৬০ হাজার ৪৮০ কেজি নিষিদ্ধ ঘনচিনি জব্দ করেছে কাস্টমস ও গোয়েন্দা কর্মকর্তারা।ঢাকার একটি আমদানিকারক প্রতিষ্ঠান চীন থেকে ‘সোডা অ্যাশ’ নামের রাসায়নিক পদার্থের আড়ালে এই ঘনচিনি আমদানি করেছিল বলে জানা গেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) চট্টগ্রাম কাস্টমস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন,সোডিয়াম সাইক্লামেট বা ঘনচিনি সাধারণ চিনির তুলনায় ৩০ থেকে ৫০ গুণ বেশি মিষ্টি। এটি মিষ্টান্ন,বেভারেজ,জুস,চকলেট ও অন্যান্য খাদ্য তৈরিতে কৃত্রিম মিষ্টিকারক হিসেবে ব্যবহার হয়।তবে স্বাস্থ্যঝুঁকির কারণে আমদানি নীতি আদেশে এটি নিষিদ্ধ।
ঢাকার মতিঝিলের ‘এইচপি ইন্টারন্যাশনাল’ নামের আমদানিকারক প্রতিষ্ঠান গত আগস্ট মাসে চীন থেকে ‘সোডা অ্যাশ’ হিসেবে এই পণ্যটি আমদানি করে।পণ্যটি খালাসের জন্য চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকার বেসরকারি ‘গোল্ডেন কনটেইনার ডিপো’-তে রাখা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট্রাল ইন্টেলিজেন্ট সেল ও কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহযোগিতায় চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা ওই চালান জব্দ করেন।
জব্দের আগে ১৬ অক্টোবর তিন কনটেইনার থেকে নমুনা সংগ্রহ করে তিনটি রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষায় পণ্যটি ‘ঘনচিনি’ হিসেবে নিশ্চিত হয়।
চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার এইচ এম কবির বলেন, “আমদানি নীতি আদেশ অনুযায়ী ঘনচিনি আমদানি নিষিদ্ধ। পণ্যটি ঘনচিনি হিসেবে নিশ্চিত হওয়ায় চালানটি জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”










