প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:৪৮:২৬ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক রিপোর্ট।।মার্কিন প্রতিরক্ষা বিভাগ একটি সন্দেহভাজন চীনের নজরদারি বেলুনের নতুন ছবি প্রকাশ করেছে। এই মাসের শুরুতে বেলুনটি উত্তর আমেরিকার উপর দিয়ে উড়ছিল। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়,ছবিটি ৩ ফেব্রুয়ারি ইউএস এয়ার ফোর্স দ্বারা মোতায়েন করা একটি ইউ-২ একক ইঞ্জিন নজরদারি বিমানের ককপিট থেকে পাইলট সেলফিটি তোলেন।ছবিতে বেলুনটিকে বেশ কাছ থেকে দেখা যায়।
প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে,দক্ষিণ ক্যারোলিনার উপকূলে বিধ্বস্ত হওয়ার আগের দিন বেলুনটি মধ্যমহাদেশীয় যুক্তরাষ্ট্রের ওপর ভেসে উঠছিল।উড়ন্ত বস্তু ও তার ধ্বংস নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েছে।
বেলুনটি বেসামরিক বলে দাবি করেছে চীন।এবং এটি আবহাওয়া পর্যবেক্ষণে ব্যবহৃত হতো।রিপাবলিকানরা বেলুন নামিয়ে আনার ধীর প্রতিক্রিয়ার জন্য ডেমোক্র্যাটিক বাইডেন প্রশাসনের সমালোচনা করেছেন।
প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানান,বেলুনটি বেসামরিক নাগরিকদের ঝুঁকির কারণে মার্কিন মাটিতে অবতরণ করানো হয়নি। দানবীয় সাদা উড়ন্ত বস্তুটি মাটি থেকে ১৮ হাজার ৩০০ মিটার উপরে উড়ছিল।
প্রতিরক্ষা বিভাগের উপ-মুখপাত্র সাবরিনা সিং বুধবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন,সংস্থাটি গত সপ্তাহে বেলুনের ধ্বংসাবশেষের অনুসন্ধান শেষ করেছে।











