জাতীয়

চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার মৃত্যু,হাসপাতালে নেতাকর্মীদের ভিড়

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ৪:২১:১০ প্রিন্ট সংস্করণ

চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার মৃত্যু,হাসপাতালে নেতাকর্মীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা গেছেন।মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর থেকেই বিএনপি’র নেতাকর্মীরা ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে জমায়েত হতে শুরু করেছেন।

হাসপাতাল প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করলেও পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের প্রবেশ রোধ করছে। সূত্রের খবর,দলের নেতারা এবং সাধারণ সমর্থকরা শেষ শ্রদ্ধা জানাতে হাসপাতালে উপস্থিত হয়েছেন।

বিএনপি সূত্র জানায়,দলের পক্ষ থেকে শোক কর্মসূচি এবং জানাজার প্রস্তুতি পরবর্তীতে ঘোষণা করা হবে।

আরও খবর

Sponsered content